আবু জাফর সৈকত এর জীবনপঞ্জি
আবু জাফর সৈকত এর জন্ম নব্বই দশকে; ডিসেম্বরের ৫ তারিখ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায়। পিতা মোঃ আবুর খায়ের, মাতা হাসনে আরা বেগম। তিনি কদম শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয় , আইটি সরকারী উচ্চ বিদ্যালয় ও কদম রসুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউট (আর্ট কলেজ) থেকে ড্রয়িং ও পেইন্টিং এ স্নাতক ও ইউডা থেকে পেইন্টিং এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
সমকালীন বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় দশকের কবি আবু জাফর সৈকত তার কবিতায় ফুটিয়ে তোলেন সমাজের নানা অসংগতি। নিজেকে ভাঙ্গেন, গড়েন; গড়ে তোলেন এক নতুন জগৎ, তুলির আঁচরে নির্মাণ করেন চিত্রকল্প। ছবি আঁকা ও লেখালেখি নিয়েই তিনি ব্যস্ত সময় কাটান।
মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র থাকাকালেই আবু জাফর সৈকত এর সাহিত্যচর্চার সূত্রপাত। এ সময় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় দেয়াল পত্রিকায়। ছোটদের পাতায় লিখতেন ছড়া। বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে তার অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। ২০০৬ সালে বন্ধুরা মিলে প্রকাশ করে হাতে লেখা দেয়াল পত্রিকা ‘হস্তাক্ষর’। পরবর্তীতে সেটা ভাজপত্র থেকে লিটলম্যাগ আকারে প্রকাশিত হচ্ছে আজো। সম্পাদনা করছেন শুরু থেকেই। ক্রমান্বয়ে লেখালেখির সুবাদে তিনি বিভিন্ন লিটলম্যাগের সাথে যুক্ত হয়ে যান। দেশের বিভিন্ন লিটলম্যাগে তাঁর কবিতা প্রকাশ হতে শুরু করে। বর্তমানে তিনি দেশে-বিদেশে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছেন।
২০১৪ সালে সহযোগি সম্পাদক হিসেবে যুক্ত হন ‘বিরাঙ’ কাগজে।
এ সময় বিরাঙ থেকে তার সম্পাদনায় বের হয় এক ফর্মার কাগজ ‘গেরস্ত’।
ছোটদের জন্য শুরু করেন ‘স্কুল’ নামে এক ফর্মা পত্রিকা।
২০২০ করোনা পরবর্তী সময়ে অনলাইনে যাত্রা শুরু করে প্রতিদিনের অনলাইন ‘শিল্পসাহিত্য’।
চারুকলায় পড়ার সুবাদে শিল্পকলা নিয়ে লেখা শুরু করেন প্রবন্ধ। পাশাপাশি লিখতে থাকেন কবিতার গদ্য ও বই আলোচনা।
নতুন পুরাতন অসংখ্য বইয়ের সংগ্রহ তার পড়ার ঘরকে করে তুলেছে সমৃদ্ধ। রয়েছে ছোট কাগজের বিশাল সংগ্রহ।
একুশে বইমেলা ২০২৬ এ আবু জাফর সৈকত এর সম্ভাব্য প্রকাশিত পাণ্ডুলিপি ‘বিপ্লব প্রতিটা মানুষের’।
তার প্রকাশিত কিছু প্রবন্ধ:
চিত্রকলা: পাকিস্তান পর্ব ও ৭১ পূর্ব বাংলাদেশ
‘ছাট মানুষের জাগ’ অমিত আশরাফের সারৎসার
বারুদ মিশ্রিত মৃত্তিকা: বিষাদ আবদুল্লাহর কবিতার ক্যানভাস
পিকাসোর কবিতার অনুবাদ: কায়েস সৈয়দ
বঙ্গ রাখাল-এর লণ্ঠনের গ্রাম
শিল্পকলায় বিমূর্ততা
বাংলা চিত্রকলার ক্রমবিকাশ ও বাংলাদেশ